Site icon Jamuna Television

বুরকিনা ফাসোয় স্থলমাইন বিস্ফোরণে নিহত ১০

ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের প্রাণহানি হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয়। একটি যাত্রীবাহী মিনিবাস মাটিতে পুঁতে রাখা স্থলমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ঘটে এ ঘটনা। খবর বিবিসির।

সম্প্রতি পূর্বাঞ্চলে নাইজারের সীমান্তবর্তী এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। নিখোঁজ হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে মাটিতে পুঁতে রাখা ছিল স্থলমাইন। এর উপর মিনিবাস উঠে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলো এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। আল-কায়েদা ও আইএস’র অনুগতদের দৌরাত্ম্যে ২০১৩ সাল থেকে অস্থিতিশীল বুরকিনা ফাসোর পরিস্থিতি। বিভিন্ন সময় হামলায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। বাস্তুচ্যুত ২০ লাখের বেশি।

এসজেড/

Exit mobile version