Site icon Jamuna Television

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ার ঠাকুরকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানেশ সরদার নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন দানেশ সরকার। গত ১০ বছর ধরে প্রবাসে ছিলেন তিনি।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরকান্দি এলাকায় ঘটে এ ঘটনা। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার জয়নাল মোড়লের সঙ্গে দানেশের বাবা সোনা মিয়া সরদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় ঠাকুরকান্দি এলাকায় দানেশকে একা পেয়ে জয়নাল মোড়লসহ ১০-১৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় দানেশকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে ঢাকা নেয়ার সময় মাওয়া এলাকায় তার মৃত্যু হয়। এঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

এসজেড/

Exit mobile version