Site icon Jamuna Television

‘আমাকে হারাতে পারে এমন নেতৃত্ব নেই’

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে চান ডোনাল্ড ট্রাম্প। সোমবার একটি ব্রিটিশ টিভি চ্যানেলে প্রচারিত এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট হিসেবে তাকে আবারও দায়িত্বে দেখতে চায় জনগণ। তিনি বলেন, ডেমোক্র্যাট শিবিরে এমন কোনো নেতৃত্ব নেই যে তাকে পরাজিত করবে।

টেলিভিশন সাক্ষাতকারে আরও উঠে আসে ন্যাটো, ব্রেক্সিট ইস্যু এবং ব্রিটিশ রানির সাথে কথোপকথনের বিষয়টিও। ট্রাম্প বলেন, ন্যাটোতে থাকতে চায় যুক্তরাষ্ট্র, তবে এ জন্য সবদেশকে সমান অর্থ বরাদ্দ করতে হবে। দেশগুলো এরই মধ্যে এ ব্যাপারে সম্মত হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের সাথে উষ্ণ বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ওয়াশিংটন।

ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ব্রিটিশ রানির সাথে কথা হয়েছে ব্রেক্সিট সহ নানা ইস্যুতে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বিচ্ছেদ প্রক্রিয়াকে রানি জটিল বলে অভিহিত করেছেন। তবে ব্রেক্সিটের পর ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশটির সাথে নতুন করে চুক্তির মাধ্যমে বাণিজ্যের পরিমাণ বাড়াতে চায় ওয়াশিংটন।

Exit mobile version