Site icon Jamuna Television

ওয়ার্নারের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ের পথে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে পাহাড়সম সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। ইংলিশ ব্যাটার জো রুটের পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছে ডেভিড ওয়ার্নার। মাইলফলকের পরেই ক্লান্ত হয়ে মাঠ ত্যাগ করেন ওয়ার্নার। দ্বিতীয় দিনশেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৬ রান।

ছবি: সংগৃহীত

মেলবোর্ন টেস্টে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অলআউট করে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৪৫ রানে দিন শেষ করে অজিরা। ২য় দিনে ব্যাট করতে নামে দুই অপরাজিত অজি ব্যাটার ওয়ার্নার ও লাবুশানে। দলীয় ৭৫ রানে রান আউটের শিকার হয়ে ফিরেন মার্নাশ লাবুশানে। এরপর ৩য় উইকেটে স্টিভ স্মিথ ও ওয়ার্নারের দুর্দান্ত এক জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা।

ছবি: সংগৃহীত

স্মিথের ফিফটি আর ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের জানান দেয় স্বাগতিকরা। ২৩৯ রানের বিশাল জুটির পথে স্মিথ ৮৫ রানে ফিরলেও একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৩য় ডাবল সেঞ্চুরি তুলে নেয় ওয়ার্নার। এরপরই চোটের কারণে মাঠ ছাড়েন এই ওপেনার। ট্রাভিস হেডের ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ১৯৭ রানে এগিয়ে থেকে দিনশেষ করেছে অজিরা।

অজিদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, ৩ খেলোয়াড়ের ইনজুরি। চোটের কারণে প্রথম দিনে মাঠ ছাড়েন পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনে নিজের ডাবল সেঞ্চুরি পূরণ করেই পায়ে চোট পেয়ে মাঠ ত্যাগ করেন ওয়ার্নার। এছাড়াও, ব্যাটিং করার সময় হাতে বল লেগে গুরুত্বর চোট পেয়ে মাঠ ত্যাগ করেন তরুণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।

/আরআইএম

Exit mobile version