Site icon Jamuna Television

রংপুরে সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে, এখন পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়েছে: সিইসি

রংপুরে সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। ইভিএমে কিছুটা ধীরগতি রয়েছে। তবে সবাই ভোট দিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এখন পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনে রংপুর সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণের সময় এসব কথা জানান তিনি।

মানুষ আগ্রহ নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। কিছুটা কারিগরি ত্রুটি থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী ভোট দিতে পারেননি। পরে তিনি ভোট দিয়েছেন।

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান জানান, রংপুরে মোট ১৮শ’ ৭টি সিসি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version