Site icon Jamuna Television

আমাদের প্রস্তাব ইউক্রেনকে মানতেই হবে, নতুবা এবার সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী: রাশিয়া

ইউক্রেনকে এবার রীতিমতো শাসিয়ে দিলো রাশিয়া। কড়াভাবে রাশিয়ার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, তাদের প্রস্তাব অবশ্যই মানতেই হবে ইউক্রেনকে, অন্যথায় এবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রুশ সেনাবাহিনী। খবর এনডিটিভির।

সোমবার (২৬ ডিসেম্বর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেন, আমাদের ‘অসামরিকীকরণ’ ও
অনাৎসিকরণের প্রস্তাবের বিষয়ে কিয়েভ জানে। এ প্রস্তাবগুলো পূরণ করার দায়িত্ব ইউক্রেন কর্তৃপক্ষের। আর তেমনটি না হলে, এ বিষয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী।

তিনি আরও বলেন, রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হ্রাস করার লক্ষ্যে ইউক্রেন সরকার দ্বারা শাসিত অঞ্চল এবং রাশিয়ার নতুন ভূখন্ডগুলোতে অসামরিকীকরণ ও নাৎসি নিষ্ক্রীয়করণের গুরুত্ব সম্পর্কে আমাদের শত্রুদের খুব ভালো ধারণা আছে। তাই কথা খুবই পরিষ্কার, হয় নিজেদের ভালোর জন্য আমাদের প্রস্তাবগুলো মেনে নিক ইউক্রেন, নতুবা এবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আমাদের সেনাবাহিনী।

এদিকে, শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সোমবারই ফোনালাপ হয় দুই নেতার। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক টুইটবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, জি-টোয়েন্টি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে মোদির প্রতি শুভ কামনা জানিয়েছেন তিনি। ঘোষিত শান্তি ফর্মুলায় ভারতকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পরে রাত্রিকালীন ভাষণেও মোদির সাথে ফোনালাপ ইস্যুতে কথা বলেন জেলেনস্কি।

এসজেড/

Exit mobile version