Site icon Jamuna Television

মেট্রোরেলের উদ্বোধন ঘিরে সার্বিক নিরাপত্তার প্রস্তুতি র‍্যাবের

মেট্রোরেলের উদ্বোধন নিয়ে হেলিকপ্টারের টহলসহ সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে র‍্যাব। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অনুষ্ঠানস্থল ছাড়াও দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা, বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখাসহ ভার্চুয়াল প্লাটফর্মে বাড়তি নজরদারি থাকবে র‍্যাবের।

এছাড়া মেট্রোরেল সংলগ্ন উঁচু ভবনগুলোতে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি নিশ্চিত করার কথা জানিয়েছে র‍্যাব।

ইউএইচ/

Exit mobile version