Site icon Jamuna Television

মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারি পূজা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হলো মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারি পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনে এবার কুমারি হিসেবে নির্বাচিত করা হয় সাত বছর বয়সী রুপকথা চক্রবর্তীকে। যার শাস্ত্রীয় নাম মালিনী।

বিহিত পূজার পর মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারি পূজা শুরু হয় সকাল ১১টায় রামকৃষ্ণ মিশনে। শাস্ত্র অনুযায়ি, কোনো শিশুকন্যাকে ‘কুমারী মা’র আসনে বসানোর পরপরই শুরু হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু- এই পাঁচ উপকরণে দেয়া হয় ‘কুমারী’র পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীকে ফুলের মালায় বরণ করা হয়। পরে প্রধান পূজারি আরতি নিবেদন করে দেবীকে প্রণাম করেন। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version