Site icon Jamuna Television

সালমানের জন্মদিনে যে বিশেষ নামে শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা

দেখতে দেখতে জীবনের ৫৭টা বছর পার করে ফেললেন বলিউডের অন্যতম এলিজেবল ব্যাচেলর সালমান খান। আজ তার ৫৭তম জন্মদিন। তবে সোমবার রাত থেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মীরা। শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফও। শুভেচ্ছা বার্তায় ক্যাটরিনা সামলানকে টাইগার বলে সম্বোধন করেছেন। খবর ইন্ডিয়া টাইমসের।

সালমানের জন্মদিন উদযাপনে মুম্বাইয়ে এক পার্টির আয়োজন করেছিলো পরিবার। সেখানে স্বয়ং উপস্থিত হতে পারেননি ক্যাট সুন্দরী। কারণ ক্যাট তার স্বামী ভিকি কৌশলকে নিয়ে ক্রিসমাস পালনে বাইরে রয়েছেন। তবে শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন ‘‘টাইগার। টাইগারের জন্মদিন আজ।’’

২০২৩ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান-ক্যাট অভিনীত টাইগার ফ্রাঞ্চাইজির টাইগার ৩। বিয়ের পর এই প্রথম ক্যাটরিনাকে সালমানের কোনো ছবিতে দেখতে পাবেন দর্শক।

এটিএম/

Exit mobile version