Site icon Jamuna Television

খুলনায় ইজিবাইক চালককের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো:

খুলনার হরিণটানা থানার চকমুথারাবাদ এলাকার ঝোপঝাড়ের ভেতর থেকে আবদুল্লাহ জমাদ্দার নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আবদুল্লাহ নগরীর মোহাম্মদ নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হয়।

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হয় আবদুল্লাহ। রাতে বাড়ি ফিরে না এলে বিভিন্ন স্থানে তাকে খোঁজখুজি ও মাইকিং করা হয়। পরে মঙ্গলবার দুপুরে নগরীর চকমুথারাবাদ এলাকার একটি হাউজিংয়ের ঝোপঝাড়ের ভেতরে তার লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরই মধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version