Site icon Jamuna Television

বিদেশিদের করোনা পরীক্ষা করে দেশে ঢুকতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

কোভিড আবারও ছড়িয়ে পড়ায় যেসব দেশে এর প্রাদুর্ভাব বেশি, তাদের নাগরিকদের পরীক্ষা করেই দেশে ঢুকতে হবে। এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা নিয়ে ব্রিফিংয়ে কবির বিন আনোয়ার জানান, বিমানবন্দরে পরীক্ষা শুরু হয়েছে। এসব সিদ্ধান্ত কেবিনেটে জানানো হয়েছে। চীনসহ ৪টি দেশ থেকে আসা নাগরিকদের ক্ষেত্রে পরীক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে।

মন্ত্রিসভার বৈঠকে সচিব সভায়, ২ হাজার ২২৫ জন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের সিদ্ধান্তও নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জানান, জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৫ জানুয়ারী শুরু হবে।

/এম ই

Exit mobile version