Site icon Jamuna Television

রসিক নির্বাচন: বিপুল ব্যবধানে এগিয়ে মোস্তাফিজার

ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে; এখন চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ২২৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে এখন পর্যন্ত ১,৪৪,৭৪৯ ভোট পেয়ে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার প্রার্থী মো. আমিরুজ্জামান পেয়েছেন ৪৯,২৬৩ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ২২৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন।

এখন পর্যন্ত পাওয়া ২২৭টি কেন্দ্রের ফলাফল থেকে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২,১৫৪ ভোট। আর হাতি মার্কার প্রার্থী মো. লতিফুর রহমান পেয়েছেন ৩৩,০৯৪ ভোট।

/এসএইচ

Exit mobile version