Site icon Jamuna Television

হামলার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসাদুজ্জামান প্রান্ত ও রোকেয়া গাজী লিনার উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় হামলার সাথে জড়িতেদের শাস্তির দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনা না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে। একই সাথে তাদের অবিলম্ব বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।

Exit mobile version