Site icon Jamuna Television

বাবা হারালেন অভিনেতা চঞ্চল চৌধুরী

বাবা রাধা গোবিন্দ চৌধুরীর সাথে চঞ্চল চৌধুরী (ফেসবুক থেকে নেয়া ছবি)।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি পরলোক গমন করেন।

অভিনেতা চঞ্চলের বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি। চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ দিন ধরে চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের ভর্তি ছিলেন। তার চিকিৎসা চলছিল আইসিইউতে। মঙ্গলবার সন্ধ্যায় তার স্ট্রোক হলে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version