Site icon Jamuna Television

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। এ সময় নদী পা‌রের অপেক্ষায় থে‌কে ভোগা‌ন্তিতে প‌ড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, হঠাৎ ভো‌রে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে সকাল ৬টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব ক‌মে আস‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু করা‌নো হ‌বে। বর্তমানে এই রুটে ছোট বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।

ইউএইচ/

Exit mobile version