Site icon Jamuna Television

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া; নয় বছর পর অজি কিপারের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

বক্সিং ডে টেস্টে তৃতীয় দিনেও চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। পাহাড়সম ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ২০১৩ সালের পর অজি উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করেন অ্যালেক্স ক্যারি। ৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

মেলবোর্ন টেস্টে ৩ উইকেটে ৩৮৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যালেক্স ক্যারি ও ট্রাভিস হেড। ব্যক্তিগত ৫১ রান করে হেড সাঝঘরে ফিরলেও অজি অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে রানের চাকা বাড়াতে থাকে অ্যালেক্স ক্যারি। পয়েন্টে চার মেরে নিজের প্রথম টেস্ট শতক পূর্ণ করেন ক্যারি।

ছবি: সংগৃহীত

আগের দিনে চোট পাওয়া ক্যামেরুন গ্রিন ব্যাটিংয়ে নেমে অর্ধ শতক পূর্ণ করলে পাহাড়সম ৫৭৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার নরকিয়া ৩টি উইকেট নেন। এছাড়াও, রাবাদা ২টি, জানসেন, নগিদি নেন ১ টি করে উইকেট।

ছবি: সংগৃহীত

৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত শুণ্য রানেই অধিনায়ক এলগারের উইকেট হাড়িয়েছে প্রোটিয়ারা।

/আরআইএম

Exit mobile version