Site icon Jamuna Television

ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ

ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জনই সত্যি হলো, বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ডমিঙ্গোর পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেন।

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

এর মধ্যে বিসিবি নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। গুঞ্জন আছে, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে:

/আরআইএম

Exit mobile version