Site icon Jamuna Television

জানুয়ারির শুরুতে পিএসজিতে ফিরবেন লিওনেল মেসি

ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা চলছে। বুধবার রাতে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু সেই ম্যাচে খেলবেন না আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ মিশন শেষে জানুয়ারির শুরুর দিকে পিএসজি’তে যোগ দেবেন মেসি। এরপরেই এই প্লে-মেকারকে দেয়া হবে ১৪ দিনের রিকভারি সেশন। এমনটাই জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ের।

৩৬ বছর পর মেসির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ব্যস্ততা শেষে বেশিরভাগ ফুটবলার ক্লাবে ফিরলেও এখনো ছুটি কাটাচ্ছেন এলএমটেন। এরই মধ্যে দলের সাথে যোগ দিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে-নেইমার জুনিয়র’রা। মেসির রিকোভারি সেশন প্রায় দুই সপ্তাহ হওয়ায় ফরাসি কাপ ও লিগ ওয়ানে একটি করে ম্যাচে না পাওয়ার কথা জানিয়েছেন পিএসজি কোচ গালতিয়ের।

লিগ ওয়ানে শীর্ষ স্থানে আছে পিএসজি। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছে মেসিরা।

/আরআইএম

Exit mobile version