Site icon Jamuna Television

মিয়ানমার সীমান্তে ভারতের সেনা অভিযান

ভারত-মিয়ানমার সীমান্তে নাগাল্যান্ডের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বুধবার সীমান্তে টহলরত বাহিনীর ওপর হামলা চালায় ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড এনএসসিএন-এর বিদ্রোহীরা। সেনারা পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এসময় প্রাণহানি হয়েছে কিনা- এ ব্যাপারে কিছু জানা যায়নি। ভারতের কাছ থেকে নাগাল্যান্ডের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এনএসসিএন’র বিদ্রোহীরা। তাদের দমাতে মিয়ানমারের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যম দাবি করলেও তা অস্বীকার করেছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জানান, সীমান্তে যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

Exit mobile version