Site icon Jamuna Television

রসিক নির্বাচন: আ. লীগের মেয়রপ্রার্থীসহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ প্রার্থীর মধ্যে আ. লীগের মেয়রপ্রার্থীসহ ৬ জনের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

জামানত বাজেয়াপ্ত হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের হোসনেয়ারা লুৎফা ডালিয়া, স্বতন্ত্র পদের লতিফুর রহমান মিলন ও মেহেদী হাসান বনি, জাসদের সফিয়ার রহমান বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল রাজু।

এই নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি তারা। জয়ী প্রার্থী মেস্তাফিজার রহমান মোস্তফা এবং দ্বিতীয় ইসলামি আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল জামানতের টাকা ফেরত পাবেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। ২২৯টি কেন্দ্র হতে পাওয়া তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ১,৪৬,৭৯৮। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট পড়ার হার ৬৫.৮৮ শতাংশ। মোস্তাফিজার রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার প্রার্থী মো. আমিরুজ্জামান পেয়েছেন ৪৯,৮৯২ ভোট। এছাড়া, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন মোট ২২,৩০৬ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ২২৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন।

ইউএইচ/

Exit mobile version