Site icon Jamuna Television

অপরাধ কমাতে সাড়ে ১৭ হাজার অবৈধ অস্ত্র ধ্বংস করলো চিলি সরকার

বুলডোজার দিয়ে অস্ত্র ধ্বংস করা হচ্ছে।

বুলডোজারের নীচে গুঁড়িয়ে দেয়া হলো মারাত্মক সব আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চিলি সরকারের উদ্যোগে ধ্বংস করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র। মূলত, সন্ত্রাস-নাশকতা এবং অপরাধ কমাতেই এ উদ্যোগ নিয়েছে পেরু সরকার। এরমাধ্যমে- ‘লেস ওয়েপন, মোর সিকিউরিটি’ নীতিমালা কার্যকর করছে চিলি সরকার।

রাজধানী সান্তিয়াগোতে খোদ দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক দেন গুরুত্বপূর্ণ এ নির্দেশনা। অবৈধ ধ্বংসের সময় তার সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং জনসুরক্ষা মন্ত্রী।

জানানো হয়, ১৭ হাজার ৫৯০টি অস্ত্র গুড়িয়ে দেয়া হয়েছে এদিন। কর্তৃপক্ষের দাবি- ২০২১ সালের তুলনায় সংখ্যাটি ২৮ গুণ বেশি।

এর আগে, পুলিশের উদ্যোগে কাগজপত্রহীন এসব অস্ত্র সংগ্রহ করা হয়। তাছাড়া, ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রও স্বেচ্ছায় জমা দেয়ার অনুরোধ জানায় প্রশাসন।

/এসএইচ

Exit mobile version