Site icon Jamuna Television

ফুটবলে আলোচিত ২০২২: মেসিদের বিশ্বকাপ জয় ও অন্যান্য

আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে বিদায় নিচ্ছে ২০২২। ফুটবল মাঠে গেলো এক বছরে ঘটেছে নানান ঘটনা। কিছু ঘটনা জন্ম দিয়েছে আলোচনার, আর কিছু ঘটনায় লেখা হয়েছে ইতিহাস। আর যে বছর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ, পাদপ্রদীপের আলো থেকে ইতিহাস লিখন- সর্বত্রই বিশ্বকাপের দুনিয়াজোড়া আমেজের সামনে কিছুটা যেন ম্লানই হয়ে পড়ে বাকি সব ইভেন্ট। তবুও, লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্ব জয়ের সাথে সালতামামিতে গুরুত্ব পাবে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন্স লিগ জয়। এছাড়া, ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যান ইউর সাথে দ্বন্দ্ব, কিলিয়ান এমবাপ্পের মাদ্রিদে না যাওয়া- এমন সব ঘটনাবহুল কাণ্ডেই শেষ হতে যাচ্ছে ২০২২।

একটা বছর সমাপ্তির দ্বারপ্রান্তে, আরেকটা নতুন শুরুর অপেক্ষা। দিন কয়েক আগেই পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের। যদিও রেশটা এখনও কাটেনি। তবে, তার আগে বিদায়ী বছরে ফুটবল বিশ্বের আলোচিত কিছু ঘটনার স্মৃতিচারণ করা যাক।

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির একদম দ্বারপ্রান্তে থাকলেও শেষ অবধি পিএসজিতেই থাকার সিদ্ধান্ত নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মৌখিক আশ্বাস দিলেও শেষে এসে ইউটার্ন নেন এই তারকা। জানিয়ে দেন, পিএসজিতে সুখেই আছেন তিনি। ফরাসি এই ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়, এমবাপ্পেকে ধরে রাখতে সমর্থ হয়েছে তারা। তবে জানায়নি, এর জন্য ক্লাবের সিদ্ধান্ত প্রণয়নেও ভূমিকা রাখার এখতিয়ার এমবাপ্পেকে দেয়া হয়েছে কিনা। এই নিয়ে তাই ডালপালা মেলেছে গুজব। এমবাপ্পের কারণে আর্লিং হাল্যান্ডকে দলে নেয়ার সুযোগ থাকলেও তা ছেড়ে দেয় মাদ্রিদ।

এদিকে, চলতি বছর ব্যাপক আলোচনায় ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগেই বোমা ফাটান এই তারকা। পিয়ার্স মরগানের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মৌসুমের শুরু থেকেই নাকি তাকে বের করার জন্য একের পর এক চেষ্টা চালিয়েছে ক্লাব- এমনও জানান রোনালদো। সেই সাক্ষাৎকারে কোচ এরিক টেন হাগকেও সমালোচনায় ভাসান সিআরসেভেন। এর আগে কোনো খেলোয়াড়কে এভাবে কোনো ক্লাব কিংবা কোচের বিরুদ্ধেও বলতে দেখা যায়নি। ফলশ্রুতিতে, সিআরসেভেনকে ক্লাব থেকে অব্যাহতি দেয় ম্যান ইউ।

চেলসির মালিকানার দায়িত্বে থাকা রোমান আব্রাহামোভিচও এবছরের আলোচিত এক মুখ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আব্রাহামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। রাশিয়া কর্তৃক ইউক্রেনের ওপর হামলার পরই নিষেধাজ্ঞার মুখে পড়েন পুতিনের বেশ ঘনিষ্ঠ এই লোক। এরপরই ক্লাবের মালিকানা থেকে সরে গিয়ে বিক্রির ঘোষণা দেন তিনি। এমনকি ক্লাবের কাছে পাওনা প্রায় ১৫০ কোটি পাউন্ডের দাবিও তিনি মওকুফ করে দেন বলে জানা গেছে।

আফ্রিকান কাপ অব নেশনসের ৩২ বছরের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। সাদিও মানের জাদুতে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট পায় তেরেঙ্গা লায়ন্সরা। এছাড়া, অবিশ্বাস্যভাবেই এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালেও ৯০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে ছিল মাদ্রিদ। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় পায় বেনজেমারা। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশিবার বিজয়ীদের এভাবে প্রত্যাবর্তন বিস্মিত করেছিল ফুটবল সমর্থকদের।

তবে কাতার বিশ্বকাপের পর বছরের সালতামামি আর আগের মতো থাকেনি। স্বাভাবিকভাবেই বছরের সবচেয়ে আলোচিত কিংবা ঘটনাবহুল ঘটনা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই হারের পরই আলবিসেলেস্তেদের শঙ্কা ছিল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে অপ্রত্যাশিতভাবে শিরোপা উঁচিয়ে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটে আকাশি-নীল শিবিরে। ৭ গোল, ৩ অ্যাসিস্টের সাথে অনুপ্রেরণাদায়ী নেতৃত্বদান করে গোল্ডেন বল জিতে নেন ফুটবল জাদুকর মেসি।

সেই সাথে, এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লিওনেল মেসির দেড় দশক পুরনো শাশ্বত দ্বৈরথের ইতি ঘটা। পেলে, ম্যারাডোনার সাথে সর্বকালের সেরা হিসেবে এখন উচ্চারিত হচ্ছে লিওনেল মেসির নাম। আর চোখের জলে সমাপ্তি ঘটেছে সিআরসেভেনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

/এম ই

Exit mobile version