Site icon Jamuna Television

করোনা থেকে সুরক্ষায় নতুন পদক্ষেপ ভারতের

ছবি: সংগৃহীত

পাঁচটি দেশ থেকে আগতদের জন্য কোভিড নাইনটাইনের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে ভারত। বিধির আওতায় থাকা দেশগুলো হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। হিন্দুস্তান টাইমসের।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয় এ সিদ্ধান্ত।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতেই ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া জানান, চীন ফেরত কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে কোয়ারেন্টাইনে পাঠানো হবে তাকে।

মঙ্গলবার একই ধরনের সিদ্ধান্ত জানায় জাপানও। ঘোষণা দেয়, চীনফেরত পর্যটকদের জাপানে পৌঁছানোর পর দেখাতে হবে করোনার নেগেটিভ সনদ।

এদিকে, কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও সম্প্রতি বেশিরভাগ বিধিনিষেধ তুলে নিয়েছে চীন। পর্যটকদের বিষয়েও কড়াকড়ি শিথিলের ঘোষণা দেয় দেশটি। ৮ জানুয়ারি থেকে থাকবে না কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা।

/এসএইচ

Exit mobile version