Site icon Jamuna Television

রাতে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটি’কে আতিথ্য দেবে লিডস ইউনাইটেড। আর্সেনালের থেকে ১ ম্যাচ কম খেলে ৮ পিছিয়ে আছে ম্যানসিটি। লিগে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার শীষ্যরা। চলতি মৌসুমে হাল্যান্ড- ডি ব্রুইনার রসায়ন জমেছে বেশ। আজকের ম্যাচেও জ্বলে উঠতে পারে এই জুটি।

লিডসের এলান রোড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় অবস্থানে আছে ম্যান সিটি। স্বাগতিকদের মাঠে জয় তুলে নিয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য সিটিজেন’দের।

আর্লিং হাল্যান্ডকে ঘিরেই আক্রমণের ছক আঁকবেন কোচ পেপ গার্দিওলা। নতুন মৌসুমে সিটিজেনদের জার্সিতে তুরন্ত ফর্মে আছেন এই নরওয়েজিয়ান ফুটবলার। ১৮ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতার তালিকায় আছে হালান্ডের নাম। তবে ১৫ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা লিডস ইউনাইটেডও ছাড় দিতে নারাজ। ঘরের মাঠে সিটিজেনদের বিপক্ষে জয়ের দিকেই চোখ থাকবে স্বাগতিকদের।

/আরআইএম

Exit mobile version