Site icon Jamuna Television

২০২৩ এ বলিউড কাঁপাবে যেসব সিনেমা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

শেষ হচ্ছে আরও একটি বছর। দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর জন্য ২০২২ সাল স্মরণীয় হয়ে থাকলেও বলিউডের জন্য বছরটি ছিল দুঃস্বপ্নের। বড় তারকা, বড় বাজেট কোনোকিছুই ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে এ বছর। তবে সব ব্যর্থতাকে পিছনে ফেলে আগামী বছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে বলিউডের বহুল প্রতীক্ষিত কয়েকটি সিনেমা।

সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। এরইমধ্যে, এ সিনেমার প্রকাশিত দুটি গান দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।

সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মত স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। মুক্তির অপেক্ষায় আছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে সালমানের আরও একটি তারকাবহুল সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিলো ১২ জানুয়ারি। কিন্তু টিজার প্রকাশের পর এর ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পিছিয়ে গেছে মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মহাকাব্যিক উপন্যাস রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় প্রভাস ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান ও কৃতি শ্যানন।

রোম্যান্টিক সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’ দিয়ে সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটও। আগামী বছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ সিনেমা দিয়ে আবারও পরিচালকের আসনে মেঘনা গুলজার। ভারতের অন্যতম সেরা যুদ্ধ নায়ক স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাবার কথা রয়েছে।

বলিউড বাদশা শাহরুখ খানের আরো একটি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। পরিচালনায় তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড এবং দক্ষিণের একঝাঁক তারকা। আগামী বছরের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। অন্যদিকে ‘ডানকি’ সিনেমায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির সাথে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাহরুখ। আগামী বছরের ক্রিসমাসে মুক্তি পাবে এটি।

‘শামশেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও অ্যাকশন সিনেমায় ফিরছেন বলিউড তারকা রনবীর কাপুর। পরিচালনা করছেন আর্জুন রেড্ডি’খ্যাত নির্মাতা সান্দ্বীপ রেড্ডি। প্যান ইন্ডিয়ান সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।

এদিকে, বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানকে নিয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ মুক্তি পাচ্ছে আগামী বছর। চলতি বছর কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’র বিশাল সাফল্যের পর তাঁকে নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে ‘শেহজাদা’ সিনেমা দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান আরো শক্তিশালী করতে যাচ্ছে কার্তিক।

/এসএইচ

Exit mobile version