Site icon Jamuna Television

অভিনেত্রী ইশা আলিয়াকে গুলি করে হত্যা

ঝাড়খণ্ডের জনপ্রিয় অভিনেত্রী ইশা আলিয়া।

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জাতীয় সড়কে গুলি করে হত্যা করা হয়েছে ঝাড়খন্ডের জনপ্রিয় অভিনেত্রী ইশা আলিয়াকে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী প্রকাশ কুমার। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আরও জানা গেছে, ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এ সময় ইশার সাথে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের মেয়ে।

মামলার এজাহার সূত্রে একজন পুলিশ কর্মকর্তা জানান, পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিলো। ভোর ৬টার দিকে একটি নির্জন জায়গায় তারা গাড়ি থামায়। মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতেই গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধের করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, ইশার স্বামী প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক। আর, ইশা আলিয়া ঝাড়খণ্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি।

/এসএইচ

Exit mobile version