Site icon Jamuna Television

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ ভ্যানযাত্রীর

সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ রোববার দুপুরে উপজেলার বেতিল মোড়ে এ ঘটনা ঘটে। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস চলন্ত একটি ভ্যানকে ধাক্কা দেয়।

এতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক ভ্যানযাত্রী মারা যান। আহত আরও পাঁচ যাত্রীকে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

পুলিশ বাসটি আটক করলেও চালক-হেল্পার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

/কিউএস

Exit mobile version