Site icon Jamuna Television

পরিবহন ব্যবস্থার নতুন যুগে বাংলাদেশ: সজীব ওয়াজেদ জয়

ছবি: সজীব ওয়াজেদ জয় । ফাইল ফটো

রাজধানী ঢাকায় মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থার নতুন এক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে জয় বলেন, বিশ্ব মানের এমআরটি০৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়াই চলবে।

তিনি বলেন, মেট্রো চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এই পদ্ধতিটি বিশ্বে বিরল ও ব্যয়বহুল।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ঢাকার তিনটি পয়েন্ট (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগে) নির্মাণ করা ব্র্যাকএনজির হাইব্রিড প্রযুক্তির কারণে কম থাকবে এই ট্রেনের বিদ্যুৎ খরচ।

সজীব ওয়াজেদ জয় বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্ল্যাটফর্মে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন চলবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।

ওই ভিডিওতে বলা হয়, এমআরটি০৬ স্টেশনগুলো শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভীষণ সহায়ক করে নির্মাণ করা হয়েছে। পুরোপুরিভাবে চালু হলে প্রতিদিন মেট্রোরেল ব্যবহার করতে পারবেন পাঁচ লাখ শহরবাসী।

এটিএম/

Exit mobile version