Site icon Jamuna Television

পাবনায় আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর ও ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই স্বর্ণ, রুপা ও নগদ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।

পুলিশ সুপার জানান, গত ২৯ নভেম্বর রাতে ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্স নামের এক স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ ডিসেম্বর থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নাটোর জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে চোর ও ডাকাতচক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত ছয় ভরি স্বর্ণ, ৫০ ভরি রুপা, স্বর্ণ বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্চাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version