Site icon Jamuna Television

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৬৫

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। নিউইয়র্কের বাফেলো এলাকায় ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরি কাউন্টিতে এখনো নিখোঁজ কমপক্ষে তিনজন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রশাসনের দাবি, তুষারপাত কমে আসায় উদ্ধারকাজ জোরালো করা গেছে। এখনো চার ফুটের মতো বরফ জমে আছে। কাউন্টিতে এক হাজারের বেশি ঘরবাড়িতে এখনো বিদ্যুৎ নেই। যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকে সীমিত পরিসরে খুলেছে অঞ্চলটির ৬৫ শতাংশ রাস্তাঘাট।

এদিকে, প্রায় এক সপ্তাহ পর পুনরায় খুললো বাফেলো নায়াগ্রা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ক্রিসমাসের আগে শুরু হওয়ার বম্ব সাইক্লোনে মার্কিন ৮টি রাজ্যে প্রাণহানি লিপিবদ্ধ হয়েছে। এখনো ১০ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।

আবহাওয়াবিদদের পূর্বাভাস- পার্বত্য এলাকাগুলোয় আগামী সপ্তাহ পর্যন্ত ভারি তুষারপাত হবে। ঝড়ে বিপর্যস্ত কানাডাও। দেশটির অন্টারিও ও কুইবেক প্রদেশে এখনো ৩০ হাজারের মতো ঘরবাড়ি-স্থাপনায় বিদ্যুৎ নেই।

ইউএইচ/

Exit mobile version