Site icon Jamuna Television

চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেখাতে হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট

চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেখাতে হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট। বুধবার (২৮ ডিসেম্বর) বাধ্যতামূলক কোভিড পরীক্ষার এই নীতিমালা চালু করে মার্কিন প্রশাসন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে জানানো হয়, চীন-হংকং-ম্যাকাও থেকে আসা ভ্রমণকারীদের দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের আগে একই কড়াকড়ি আরোপ করে ইতালি-জাপান-মালয়েশিয়া-তাইওয়ান ও ভারত। ৮ জানুয়ারি থেকে সীমান্ত পুরোপুরি খুলে দেয়ার ঘোষণা দিয়েছে চীন। একইসাথে বিদেশি পর্যটকদের প্রবেশের ব্যাপারেও কোয়ারেনটাইনের বাধ্যবাধকতা থাকছে না।

কিন্তু জিরো কোভিড নীতিমালা অপসারণের কারণে দেশটিতে হু হু করে বাড়ছে করোনার বিস্তার। সরকার স্বীকার না করলেও, চিকিৎসক এবং গোরস্তানগুলোর দাবি- সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছেন বিপুল মানুষ। গেল সপ্তাহেই করোনার যাবতীয় তথ্য প্রকাশ না করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ইউএইচ/

Exit mobile version