Site icon Jamuna Television

সাবেক পোপ বেনেডিক্ট গুরুতর অসুস্থ

গুরুতর অসুস্থ সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। ৯৫ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন বর্তমান পোপ ফ্রান্সিস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২৮ ডিসেম্বর) ভ্যাটিকানে চলতি বছরের সবশেষ ভাষণ রাখেন পোপ। সেসময়ই পূর্বসূরির সুস্থতা কামনায় সবাইকে বিশেষ প্রার্থনার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, গেল কয়েকদিনে তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

তিনি আরও বলেন, গত দু’বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল সাবেক এই পোপের। তাই অন্যের কথার প্রতি দিতেন মনোযোগ তিনি। ভাষণের পর মাতের ইকলেসিয়ে মনেস্ট্রি সফর করেন ফ্রান্সিস। পদত্যাগের পর সেখানেই থাকেন ষোড়শ বেনেডিক্ট।

উল্লেখ্য, ভ্যাটিকানের ৬০০ বছরের ইতিহাসে তিনিই একমাত্র পোপ যে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়েছিলেন। ২০১৩ সালের ওই ঘটনা পুরো বিশ্বে সাড়া ফেলেছিল।

ইউএইচ/

Exit mobile version