Site icon Jamuna Television

বিরোধী নেতাকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল বলিভিয়া

প্রভাবশালী বিরোধী দলের নেতাকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। বুধবার (২৮ ডিসেম্বর) তাকে বহনকারী একটি বিমানের উড্ডয়ন আটকে দেন ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। রাজধানী লা পাজে নেয়ার পরিকল্পনা ছিল পুলিশ বিভাগের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে, সান্তা ক্রুজের গভর্নর লুইস ফার্নান্দো কামাশোকে গ্রেফতারের খবর। তবে কোন অভিযোগে কামাশোকে গ্রেফতার করা হয়েছে সেটা জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহ ধরে রাজ্যটিতে চলমান অসন্তোষকে তিনি উসকানি দিচ্ছিলেন। সেখানে স্থবির বাণিজ্যিক কার্যক্রম, বন্ধ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ রাস্তাঘাটও। চলছে সরকার বিরোধী বিক্ষোভ-প্রতিবাদ।

সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন জনশুমারির মূলা ঝোলাচ্ছে কেন্দ্রীয় সরকার। সান্তা ক্রুজে জনসংখ্যা বাড়লেও সে অনুসারে বাজেট বরাদ্দ হচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version