Site icon Jamuna Television

হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটির জয়

আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত জয় পেয়েছে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নেয় সিটি।

বুধবার (২৮ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের মাঠে নেমে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রদ্রির গোলে লিড পায় ম্যান সিটি। এরপর দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের ব্যবধানে দু’বার জালে বল পাঠান হালান্ড। ৩-০ তে পিছিয়ে থাকার পর ম্যাচের ৭৩ মিনিটে পাস্কাল স্ট্রুইজকের গোলে ব্যবধান কমায় লিডস। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

দুর্দান্ত এই জয়ে তিন পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ফিরলো ম্যান সিটি। তাদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

ইউএইচ/

Exit mobile version