Site icon Jamuna Television

প্রোটিয়াদের ইনিংস ও ১৮২ রানে হারিয়ে সিরিজ জয় অজিদের

গার্ডিয়ান স্পোর্টস থেকে নেয়া ছবি।

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৮২ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এর সুবাদে, এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো অজিরা।

প্রথম ইনিংসে ৩৭১ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিনে ব্যাট করতে নেমে অজি বোলারদের দাপটে মাত্র ২০৪ রানেই গুড়িয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। টেম্বা বাভুমার ফিফটিতেও ইনিংস হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এর আগে, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৮৯ রানের জবাবে ১ম ইনিংসে ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির মেইডেন সেঞ্চুরিতে ৫৭৫ রানের বিশাল রান সংগ্রহ দাঁড় করে অজিরা। ৩৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২০৪ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। দুর্দান্ত এ জয়ে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার।

/এসএইচ

Exit mobile version