Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন হাল্যান্ড

ছবি: সংগৃহীত

সবচেয়ে কম (১৪) ম্যাচ খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুত ২০ গোলের রেকর্ড গড়লেন গোলমেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড। লিগের ১৬ তম ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন এই নরওয়েজিয়ান সেনসেশান।

চলতি মৌসুমের শুরু থেকেই ফর্মের তুঙ্গে ছিলেন আর্লিং হাল্যান্ড। পেপ গার্দিওলার অধীনে একের পর এক ম্যাচে গোল করছেন এবং সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন এই তারকা স্ট্রাইকার। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগের অর্ধেক ম্যাচ শেষ না হতেই আর্লিং হাল্যান্ডের গোলসংখ্যা এখন ২০। চেলসি, এভারটন, ওয়েস্ট হ্যাম, অ্যাস্টন ভিলাও এত গোল করতে পারেনি এবার লিগে।

প্রিমিয়ার লিগের দ্রুত ২০-তম গোল করা খেলোয়াড়দের তালিকা:

আর্লিং হাল্যান্ড ১৪ ম্যাচ

কেভিন ফিলিপস ২১ ম্যাচ

অ্যান্ড্রু কোল ২৩ ম্যাচ

নিস্টলরয় ২৬ ম্যাচ

ডিয়াগো কস্তা ২৬ ম্যাচ

টনি ইয়েবহ ২৬ ম্যাচ

ফার্নান্দো তোরেস ২৭ ম্যাচ

এল্যান শেহরার ২৯ ম্যাচ

সার্জিও আগুয়েরো ৩০ ম্যাচ

/আরআইএম

Exit mobile version