Site icon Jamuna Television

কম্বোডিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০

কম্বোডিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। দগ্ধ হয়েছেন আরও ৩০ জন। বুধবার (২৮ ডিসেম্বর) থাই সীমান্তবর্তী শহর পয়পেটে হয় এ দুর্ঘটনা।

পুলিশ জানায়, জনপ্রিয় হোটেল ও ক্যাসিনো গ্র্যান্ড ডায়মন্ড সিটিতে স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে লাগে আগুন। প্রাথমিক তদন্ত বলছে, ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। কার্পেটের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতেও।

পুলিশ আরও জানায়, ভবনের বাসিন্দাদের অনেকে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ে। আগুন নিয়ন্ত্রণে রাতভর ফায়ার সার্ভিসের অভিযান চলে। প্রতিবেশী থাইল্যান্ড থেকেও পাঠানো হয় অগ্নি নির্বাপক যন্ত্র, গাড়ি ও কর্মী। বৃহস্পতিবার সকালের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। মৃতদের মধ্যে কয়েকজন থাই নাগরিক। দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউএইচ/

Exit mobile version