Site icon Jamuna Television

হস্তান্তর করা হলো সাতক্ষীরা সীমান্তে উদ্ধারকৃত অ্যারাবিয়ান ঘোড়া

ঘোড়া হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার বাঁশদহ সীমান্তে উদ্ধারকৃত একটি অ্যারাবিয়ান ঘোড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির দফতরে ঘোড়াটি হস্তান্তর করা হয়। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল-মাহমুদের নেতৃত্বে ঘোড়াটি হস্তান্তর করেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। এ সময় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক শাহ আহমদ ফজলে রাব্বি, জেলা আনছার কমান্ডার মোরশেদা খানমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৫ আগস্ট সাতক্ষীরার কুশখালী সীমান্তের বাঁশদহ এলাকা থেকে ওই অ্যারাবিয়ান ঘোড়াটি উদ্ধার করা হয়। বয়স, উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী এ প্রজাতির ঘোড়ার আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা। এসব ঘোড়াগুলো সাধারণত ২৫-৩০ বছর বেঁচে থাকে। তবে, সুষ্ঠুভাবে লালন পালন করলে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার উদাহরণও রয়েছে।

/এসএইচ

Exit mobile version