Site icon Jamuna Television

“আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় সুরঞ্জিত সেন গুপ্তের এপিএসের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি।

রাজধানীতে আদালত থেকে দুই আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় এরইমধ্যে ঐ এপিএসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পলাতক দুই জঙ্গি তার বাসায় দু’দিন আত্মগোপনে ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে হারজিত আছেই। রংপুর জাতীয় পার্টির সুতিকাগার, সেখানে তাদের অবস্থান বেশ শক্ত। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিএম/

Exit mobile version