Site icon Jamuna Television

পাক প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে প্রশ্ন, ‘খাবার দেবেন কখন?’

ছবি: সংগৃহীত

পাকিস্তানি প্রধানমন্ত্রীর ভাষণ থামিয়ে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, খাবার কখন দেয়া হবে?। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে শাহবাজ শরিফের সভায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সোমবার (২৬ ডিসেম্বর) খাইবার পাখতুনখাওয়ায় এক সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সেখানে গিয়েছিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, দর্শকের আসন থেকে উঠে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, খাবার কখন দেয়া হবে?। উত্তরে শাহবাজ শরিফ বলেন, চিন্তার কিছু নেই, শিগগির খাবার দেয়া হবে। এরপর ওই ব্যক্তিকে বসে পড়তে বলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

/এনএএস

Exit mobile version