Site icon Jamuna Television

১২ স্ত্রী ও ১০২ সন্তান নিয়ে দিশেহারা মুসা

ছবি: সংগৃহীত

১২ স্ত্রী ও ১০২ সন্তানের পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন ৬৭ বছর বয়সী উগান্ডার নাগরিক মুসা হাসাহইয়া। খবর জিনিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের ভরণপোষণে হিমশিম খাওয়ায় আর যেন সন্তান না জন্ম নেয় সেজন্য স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিচ্ছেন তিনি।

মুসার ১২ স্ত্রীর ঘরে জন্মেছে ১০২ জন সন্তান। তার সেই সন্তানদের অনেকের বিয়ে হয়েছে। সেই প্রজন্মের সংখ্যা এখন ৫৬৮ জন। সবমিলিয়ে মুসার বিশালকার সংসারে সদস্য সংখ্যা এখন ৬৭০ জন। নাতি-নাতনিদের অনেকের নামও জানেন না মুসা।

তিনি বললেন, পরিস্থিতি মোটেই ভালো না। আমার আর তেমন সম্পদ নেই। আমি আর সন্তান চাই না। এজন্য আমি আমার স্ত্রীদের পরিবার পরিকল্পনার পরামর্শ দিয়েছি।

চারটির বেশি বিয়ে করা উচিত নয় বলে এখন মনে করছেন মুসা। কারণ, একটা সময় বিপুল সম্পদ থাকলেও বর্তমানে মুদ্রাস্ফীতির যুগ চলছে। এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় অনেক। এতো বড় সংসার নিয়ে তিনি দিশেহারা।

একাধিক বিয়ের বিষয়ে মুসা জানান, ১৯৭১ সালে ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন মুসা। তার প্রথম স্ত্রীর নাম হানিফা। দুবছর পর জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান। এরপর থেকে তার পরিবার দ্রুতগতিতেই বেড়েছে। স্ত্রীর সংখ্যা বাড়ার পাশাপাশি সন্তানও বেড়েছে।

/এনএএস

Exit mobile version