Site icon Jamuna Television

১ কাপ চা ও দুটি সমুচার দাম ৬০৭ টাকা!

ছবি: সংগৃহীত

এক কাপ চা, দু’টি সমুচার দাম এসেছে ৬০৭ টাকা। সম্প্রতি ভারতের মুম্বাই বিমানবন্দরের এমন একটি বিল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এনডিটিভি’র।

ভারতের ফারাহ খান নামের এক সাংবাদিকের টুইট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও। ফারাহ খান মুম্বাই বিমানবন্দরে এক কাপ চা, দু’টি সমুচা খেয়েছিলেন। খাওয়ার পর যে বিল পরিশোধ করেছিলেন তিনি, তার রশিদ টুইট করার পর সেটি ভাইরাল হয়ে গেছে।

https://twitter.com/farah17khan/status/1607980557333417984?s=20&t=8vSfLdnPV2W2dihqWd98Ww

খাবারের মূল্যের রশিদের সাথে সমুচার ছবিও জুড়ে দিয়েছেন তিনি। টুইটে ফারাহ খান লিখেছেন, মুম্বাই বিমানবন্দরে দু’টি সমুচা, এক কাপ চা আর এক বোতল পানির দাম ৪৯০ রুপি (বাংলাদেশি ৬০৭ টাকা )!! খুবই ভালো দিন এসে গেছে।

/এনএএস

Exit mobile version