Site icon Jamuna Television

রোহিঙ্গা ইস্যুতে রাতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি সহিংসতা বন্ধে মিয়ানমারকে তাগিদ দেবে নিরাপত্তা পরিষদ।

এছাড়া রাখাইনে দ্রুত মানবিক সহায়তা পাঠানো এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বানও জানানো হবে। সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাখাইনে জাতিগত নিধন বন্ধে এ বৈঠকের আহ্বান করে নিরাপত্তা পরিষদের ৩ স্থায়ী সদস্য- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং ৪ অস্থায়ী সদস্য দেশ। সংকট সমাধানে নিজেদের অবস্থান তুলে ধরার কথা রয়েছে চীনের। অবশ্য এরইমধ্যে মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, নেইপিদোর পাশে থাকবে তার দেশ।

এদিকে রাখাইনে সহিংসতাকে জাতিগত নিধন হিসেবে আখ্যা দেয়ার তীব্র সমালোচনা করেছে সু চি সরকার। মিয়ানমার সরকারের হিসাবে সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা ৮৪।

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version