Site icon Jamuna Television

কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেক নিখোঁজ

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমান নিখোঁজ রয়েছেন। তার পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আজ সোমবার দুপুরে ক্রাইম এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তারেকের পরিবার। এসময় তারেক মা শাহানা বেগমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, ১৪ জুলাই বিকেলে তারেকের সঙ্গে তাদের কথা হয়। রাত প্রায় ৮টার দিকে এক বন্ধুর সাথে শেষ কথা হয় তারেকের। সাদা পোশাকে পুলিশ তারেককে অনুসরণ করছে, বন্ধুকে একথা জানায় তারেক। এরপর থেকে তারেকের সাথে আর যোগাযোগ করা যায়নি। গতকাল জিডি করতে গেলে শাহবাগ থানা তদন্তের জন্য একদিন সময় চেয়েছে। পরিবারের সদস্যরা অগ্রগতি জানতে বিকেলে শাহবাগ থানায় যাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Exit mobile version