Site icon Jamuna Television

১৩ বছর পর প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা

দীর্ঘ ১৩ বছর পর আবারও আলাদাভাবে বৃত্তি পরীক্ষায় বসেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত।

এ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে প্রায় ৬ লাখ পরীক্ষার্থী। এবার প্রচলিত খাতার বদলে বুকলেটে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর কর্মপরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারিতে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ইউএইচ/

Exit mobile version