Site icon Jamuna Television

নারীদের অধিকার ফিরিতে দিতে তালেবানের প্রতি আহ্বান জাতিসংঘের

আফগান নারীদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তালেবানের প্রতি তাগিদ দিয়েছে জাতিসংঘ। এর পাশাপাশি এনজিও কর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানানো হয়। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার সমন্বয়ক রমিজ অ্যালাকবারোভ এই আহ্বান জানান। বলেন, আফগানিস্তানে কর্মরত এনজিও কর্মীদের মাত্র ৩০ শতাংশ নারী। স্থানীয় নারীদের মানবিক সহায়তার জন্যই তাদের নিয়োগ দেয়া হয়েছে। তাই এসব নারী কর্মীদের ওপর কড়াকড়ি আরোপ করা হলে তার নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় আফগানদের ওপরই।

দেশটির প্রায় ২ কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে উল্লেখ করে রমিজ জানান, সংকটে পড়া এসব মানুষের খাদ্য সরবরাহ এবং অন্যান্য সহায়তার ৭০ শতাংশই করে থাকে এনজিওগুলো। এসব সংস্থা না থাকলে সংকট আরও বাড়বে বলেও জানানো হয়।

এটিএম/

Exit mobile version