Site icon Jamuna Television

সামরিক সহায়তা বাড়াতে আগ্রহী মস্কো, ভিডিও কলে চীনা প্রেসিডেন্টকে পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এসময় রুশ প্রেসিডেন্ট চীনের সাথে সামরিক সহায়তা বাড়াতে আগ্রহী বলে জানান। খবর এএফপির।

ইউক্রেনে মস্কোর আগ্রাসনে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার অর্থনীতি। ফোনালাপ চলাকালে চীনের সাথে রাজনৈতিক সহায়তা জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পুতিন।

এদিকে চীন শুরু থেকেই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ অবস্থান বজায়ে রাখলেও মস্কোকে কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছে।

ফোনালাপের শুরুতে পুতিন চীনের প্রেসিডেন্টকে বলেন, আমাদের লক্ষ্য রাশিয়া ও চীনের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা। এসময় চীনের প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলেও সম্বোধন করেন পুতিন।

পশ্চিমা প্রভাব মোকাবেলায় দু’দেশের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব বাড়ছে। এসময় ক্রেমলিন প্রধান খুব শিগশিরই চীন সফর করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন।

এটিএম/

Exit mobile version