Site icon Jamuna Television

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবার সেখানে ভর্তি হয়েছিলেন হিরাবেন মোদি। মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানান নরেন্দ্র মোদি।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল হিরাবেন মোদিকে। সেখানেই রাত ৩টা ৩৯ মিনিটে তার মৃত্যু হয়।

এক টুইট বার্তায় মোদি লিখেছেন, সুন্দর একটি শতাব্দী শেষে স্রষ্টার কাছে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

অপর একটি টুইটে মোদি লিখেছেন, শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, কাজ করো বুদ্ধি দিয়ে ও জীবন যাপন করো শুদ্ধভাবে।

/এনএএস

Exit mobile version