Site icon Jamuna Television

আখাউড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে পৌরশহরের রেলওয়ে কুমারপাড়া কবরস্থান এলাকায় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল যমুনা নিউজকে জানান, রেলওয়ে পশ্চিম কুমারপাড়া কবরস্থান এলাকায় পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।

যমুনা নিউজকে আরও জানানো হয়, যুবকের মৃত্যু রহস্য ও নাম পরিচয় উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version