Site icon Jamuna Television

মগবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষ, ১০ পুলিশ সদস্য আহত

রাজধানীর মগবাজারে জামায়াতের নেতা–কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএনপির গণমিছিলের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান, রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ওসমান মাসুম, এসআই সুবীর কুমার কর্মকার, এসআই হাবিবুর রহমান, এসআই মোহাইমিনুল হাসান, এএসআই কবির হোসেন, এএসআই মো. ফিরোজ মিয়া কনস্টেবল সৌরভ নাথ ও কনস্টেবল সাদী মোহাম্মদ।

এর আগে, দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোঁড়ে। এ সময় পুলিশের সাথে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছেে।

/এনএএস

Exit mobile version